বিরক্তি তোমার লাগে... বিরক্তি আমার...
স্নিগ্ধতার স্নান সেরে আবার ঘামা-র---
কি যে এতো প্রয়োজন -- কেন প্রয়োজন--
চারিদিকে বিরক্তি-র এতো আয়োজন
নিশ্চিন্ত ঘুম এসে ছেয়ে ফেলে বোধ,
ক্ষমা, উৎকণ্ঠা আর মিথ্যা প্রতিশোধ--
যা না,ঘুমোতে যা,।..ঘিলু-র আড়ালে
গুটিশুটি শুয়ে থাক,ফের উঠে দাঁড়ালে
এক পায়ে দাঁড়ানোরও জায়গা পাবি না
....... .......
....... ........
একতারা হয়ে যাও ,..সপ্ত তন্ত্রী বীনা
স্নিগ্ধতার স্নান সেরে আবার ঘামা-র---
কি যে এতো প্রয়োজন -- কেন প্রয়োজন--
চারিদিকে বিরক্তি-র এতো আয়োজন
নিশ্চিন্ত ঘুম এসে ছেয়ে ফেলে বোধ,
ক্ষমা, উৎকণ্ঠা আর মিথ্যা প্রতিশোধ--
যা না,ঘুমোতে যা,।..ঘিলু-র আড়ালে
গুটিশুটি শুয়ে থাক,ফের উঠে দাঁড়ালে
এক পায়ে দাঁড়ানোরও জায়গা পাবি না
....... .......
....... ........
একতারা হয়ে যাও ,..সপ্ত তন্ত্রী বীনা
No comments:
Post a Comment